রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৩০:০৪

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি এরদোয়ানের শোক

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি এরদোয়ানের শোক

আন্তর্জাতিক ডেস্ক : পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। ঢাকার তুরস্ক দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্ক দূতাবাস জানিয়েছে, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে বার্তা পাঠিয়েছেন এরদোয়ান। তাতে তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

এর আগে এ ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। 

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় হাজী ওয়াহেদ মঞ্জিলসহ পাঁচটি ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৬৭ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে