রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:১১:২১

ট্রেন থেকে পড়ে যাওয়া যাত্রীর প্রাণ বাঁচাতে কাঁধে নিয়ে ১.৫ কিলোমিটার ছুটলেন এই কনস্টেবল!

ট্রেন থেকে পড়ে যাওয়া যাত্রীর প্রাণ বাঁচাতে কাঁধে নিয়ে ১.৫ কিলোমিটার ছুটলেন এই কনস্টেবল!

আন্তর্জাতিক ডেস্ক : এমন একটা জায়গায় ঘটনাটা, যেখান পাশে গাড়ির কোনও রাস্তা নেই। দু-পাশের গাছগাছালির জঙ্গল চিরে শুধু পাশাপাশি লম্বাসারি রেলপথ। অগত্যা, এক রেলকর্মীর সহযোগিতায় আহত রেলযাত্রীকে কাঁধে তুলে নিলেন সেই কনস্টেবেল।

পুলিশের মানবিক মুখের এ আর এক ছবি! ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে, যন্ত্রণায় কাতরাচ্ছিলেন যুবক। নজর এড়ায়নি রেল পুলিশের এক কনস্টেবলের। 

এমন একটা জায়গায় ঘটনাটা, যেখান পাশে গাড়ির কোনও রাস্তা নেই। দু-পাশের গাছগাছালির জঙ্গল চিরে শুধু পাশাপাশি লম্বাসারি রেলপথ। অগত্যা, এক রেলকর্মীর সহযোগিতায় আহত রেলযাত্রীকে কাঁধে তুলে নিলেন সেই কনস্টেবেল। লাইন ধরে ছুটলেন রাস্তা পর্যন্ত, প্রায় দেড় কিলোমিটার পথ, যেখানে অপেক্ষায় ছিল পুলিশের গাড়ি। 

তাতে করেই আহত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চোট পেলেও প্রাণে বেঁচে গিয়েছেন সেই যাত্রী। দেখুন পুলিশের সেই মানবিকতার একঝলক ছবি। মধ্যপ্রদেশের এই কনস্টেবল পুনম বিল্লোরেকে অজস্র কুর্নিশ জানাতেই হয়।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে