কাশ্মিরের পুলওয়ামা হামলার ঘটনায় তাদের যোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সেই প্রতিশ্রুতি রাখবেন তো? রাজস্থানে একটি সভায় ভাষণ দেওয়ার সময় ইমরানের দিকে এই প্রশ্ন তুলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'পাক প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তিনি পাঠানপুত্র। আর পাঠানরা সত্যি কথা বলে এবং সততার সঙ্গে কাজ করে। দেখবো উনি ওনার কথা রাখেন কি না।'
২০১৮ সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানাতে তাকে ফোন করেছিলেন তিনি। সেই কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমি তাকে বলেছিলাম ভারত-পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। প্রতিবারই ভারত জিতেছে। পাকিস্তান কিছুই পায়নি। তাই আমি বলেছিলাম, দারিদ্র এবং অশিক্ষার বিরুদ্ধে লড়াই করুন।'
সেই জবাবে ইমরান নাকি বলেছিলেন, 'মোদিজি, আমি পাঠানের ছেলে। পাঠানরা সত্যি কথা বলে ও সত্যি কাজ করে।' তাহলে কী পাঠানপুত্র কথা রাখবেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফের কনভয়ে হামলা করে জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। এই সংগঠনটির মদতদাতা পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই। জৈশের প্রধান নেতা মাসুদ আজহার পাকিস্তানেই থাকেন। সেখানে তিনি নিরাপদে ঘুরে বেড়ান।
তারপরও ইমরান খানের বক্তব্য, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয় না। ভারত যদি প্রমাণ দিতে পারে পুলওয়ামায় জঙ্গি হানার সঙ্গে কোনও পাকিস্তানি জড়িত তাহলে পাকিস্তানের সরকার নিশ্চয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।