শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৬:২৬

‘তুরস্কের সাথে কঠিন মোকাবেলা হবে’

 ‘তুরস্কের সাথে কঠিন মোকাবেলা হবে’

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তুর্কি সেনা মোতায়েনের বিরুদ্ধে আবারো কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, তুরস্কের তৎপরতার মুখে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বাগদাদ। তুরস্ক-ইরাকের ওপর প্রভাব খাটাচ্ছে তা তারা মোটেও ঠিক করছেনা। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে তিনি তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে এ সব কথা বলেছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। এবাদি বলেন, তুরস্কের সেনা মোতায়েনকে সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে না বরং ভৌগলিক এবং সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন হিসেবে মনে করছে বাগদাদ। তিনি আবারো বলেন, বাগদাদ সরকারের অনুমোদন না নিয়েই তুরস্ক ইরাকে সেনা পাঠিয়েছে। নিরাপত্তা বজায় রাখা এবং সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের জন্য ইরাকের কাছে পর্যাপ্ত সেনা ও পুলিশ রয়েছে। সে কারণে অন্য কোনো দেশকে পদাতিক সেনা পাঠানোর কোনো অনুরোধ কখনোই জানায় নি ইরাক। এবাদি বলেন, ইরাকের জনগণ মাতৃভূমি রক্ষায় কখনোই পিছপা হয় নি এবং সবাই ঐক্যবদ্ধভাবে তাদের শক্তি ও সামর্থ্য দিয়ে মাতৃভূমির সার্বভৌমত্ব লঙ্ঘনের এ মারাত্মক ঘটনাকে প্রতিহত করবে। এমকি নিজেরদের শক্তি সামর্থের বাহিরে গেলে রাশিয়াসহ বন্ধু দেশগুলোর কাছ থেকেও সাহার্য্য চাইবো। তারপরও তুরস্কের সাথে আমাদের কঠিন মোকাবেলা হবে। তিনি আরো বলেন, ইরাকের পবিত্র ভূমি এবং জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাকে ইরাকের মানুষ কখনোই মেনে নেবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা এবং ইরাকের মাটিতে তুর্কি সেনাদের সামরিক হামলার মধ্যে তফাৎ আছে বলেও উল্লেখ করেন তিনি। হায়দার আল-এবাদি জানান, আংকারার সঙ্গে এ বিরোধ মেটানোর জন্য বাগদাদ কূটনৈতিক সব পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া, দ্রুত এবং বিনা শর্তে তুর্কি সেনা প্রত্যাহারের জন্য ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার নির্দেশ দেন তিনি। ১২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে