শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৫:০৬

মন চাইলেও যা করতে পারেন না সৌদি নারীরা

 মন চাইলেও যা করতে পারেন না সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক : মন চাইলেও অনেক কাজে স্বাধীনতা নেই সৌদির রাজকীয় নারীদের। তবে প্রথমবারের মতো শনিবার ভোট দিলেন সৌদি আরবের নারীরা। ভোটে প্রার্থী হওয়ারও অধিকার পেয়েছেন তারা। একে দেশটির নারী স্বাধীনতার জন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ’র বিশেষ আগ্রহে ভোটাধিকার পেয়েছেন সৌদির নারীরা। তবে এখনো যেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না সৌদির নারীরা তার মধ্যে- ড্রাইভিং : সৌদির নারীদের গাড়ি চালানোর কোনো অনুমতি নেই। বিশ্বের একমাত্র দেশ হিসেবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অবশ্য গাড়ি চালানোর দাবিতে রাস্তায় নামার হুমকি দিলেও সুৃবিধা করতে পারেননি সৌদি নারীরা। ভ্রমণ : স্বামী, পিতা বা প্রাপ্তবয়স্ক সন্তান ছাড়া একা একা ভ্রমণ করতে পারেন না সৌদির নারীরা। এ জন্য গার্ডিয়ান বা অভিভাবকের অনুমতি নিতে হয়। নিজেদের মধ্য থেকে সঙ্গ লাগবে। বিবাহ : সৌদির নারীরা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন না। বিয়ের দায়িত্ব অভিভাবকদের। কোনো অবস্থাতেই একা একা বিয়ে করতে পারেন না। চাকরি : নিজের বৈধ অভিভাবকের অনুমতি ছাড়া চাকরি করারও সুযোগ নেই। জনসমক্ষে বের হওয়া : বোরকা বা হিজাব ছাড়া জনসমক্ষে বের হওয়ার অনুমতি নেই সৌদি আরবের নারীদের। কোথাও বের হলে পরিবারের অভিভাবকের অনুমতি নিয়েই বের হতে হয়। ডিভোর্স : নিজের ইচ্ছায় চাইলেই স্বামীকে তালাক দিতে পারেন না সৌদি নারীরা, কিন্তু পুরুষের ক্ষেত্রে ধরাবাধা নিয়ম নেই। উত্তরাধিকার : পিতা-মাতার সম্পত্তিতে পুরুষের সমান উত্তরাধিকার পান না সৌদির নারীরা। শরীয়াহ আইন অনুযায়ী ছেলে সন্তানের অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে মেয়েরা। সূত্র: এপি। ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে