সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:১৩:১৫

আসল কিমের আগমনে নকল কিমকে ভিয়েতনাম ত্যাগের নির্দেশ

আসল কিমের আগমনে নকল কিমকে ভিয়েতনাম ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠককে সামনে রেখে বিনোদন দেওয়ার জন্য শুক্রবার হ্যানয়ে এসেছিলেন কিমের মতো দেখতে এক অস্ট্রেলীয় কমেডিয়ান। কিন্তু আসল কিমের আগমনে সোমবার নকল উন বলে পরিচিত সেই হাওয়ার্ড এক্সকে দেশ ত্যাগ করতে বলেছে ভিয়েতনাম।

প্রসঙ্গত, হাওয়ার্ডের সঙ্গে ছিলেন ট্রাম্পের মতো দেখতে রাসেল হোয়াইট নামে আরেক ব্যক্তি।

হাওয়ার্ড জানিয়েছেন, তাকে এর আগে কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছে এবং কোনো ধরণের ঝামেলা সৃষ্টির চেষ্টা থেকে দূরে থাকতে বলা হয়েছে। তিনি জানান, ভিয়েতনাম ত্যাগের নির্দেশ দেওয়া হলেও রাসেলকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে সে জনসম্মুখে বেশি আসতে পারবে না বলে শর্ত আরোপ করেছে সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে