আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বিমান ভেবে নিজেদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল ‘মোদিনামা’ নামের এক ফেসবুক পেজে একটি পোস্টে এ কথা বলা হয়েছে।
ফেসবুক পেজে ছবিসহ করা সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর ভারতের বদলা নেয়ার হুঁশিয়ারি পেয়ে পাকিস্তান সর্বক্ষণ ভয়ের মধ্যে বসবাস করছে।'
হিন্দিতে লেখা সেই পোস্ট বলছে, 'বর্তমানে পাকিস্তান এমন ভয়ে আছে যে, ভুলে তারা নিজেদের যুদ্ধবিমান ধ্বংস করে ফেলেছে।’