আন্তর্জাতিক ডেস্ক : রাইজিং ইন্ডিয়ার মঞ্চে হাজির ছিলেন যোগগুরু বাবা রামদেব৷ সেখানে হাজির হয়ে সাংবাদিক প্রসূন জোশীর প্রশ্নের উত্তরে রামদেব বলেন, ‘যোগ আর ভোগের মধ্য দিয়েই দেশ উন্নতির পথে এগিয়ে যাবে৷ আমি কয়েক’শো সন্ন্যাসী তৈরি করেছি৷ যা সাধারণ মানুষের সামনে প্রহরার মত দাঁড়িয়ে রয়েছে৷’
তিনি বলেন, ‘তারাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে৷ আমাদের জীবনে যাই-ই পরিস্থিতি আসুক না কেন সেটা যোগ হোক কিংবা ভোগ৷ তাতে কোনও বিরোধের জায়গা নেই৷’
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘সম্পদের মধ্যেই ভগবানের বাস৷ আমাদের যা সম্পত্তি রয়েছে৷ তা সমস্ত কিছুই ভগবানের৷ তবে, ঐশ্বর্যের সঙ্গে সম্পদের কোনও বিরোধ নেই৷’ শুধু তাই নয় ৷ তার মতে, ‘যোগ সাধারণ মানুষের জীবন থেকে মুছে যাওয়ার কারণ বেশিরভাগ মানুষের মতে, তার সমস্ত কিছুতেই সমান অধিকার রয়েছে৷’
ব্রাহ্মণবাদের প্রসঙ্গে রামদেব বলেন, ‘আমি ব্রাহ্মণদের বিরুদ্ধে নই, ব্রাহ্মণবাদের ও জাতিভেদের বিরুদ্ধে আমি৷ প্রত্যেকের বিকাশেরই সমান সুযোগ রয়েছে৷ এই মাটিতে ধর্ম এবং আধাত্ম্য একই মানা হয়৷ কিন্তু বিদেশের মাটিতে এই দুইয়ের মধ্যে ঢের তফাত রয়েছে৷’