আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রনরেখা পার হয়ে পাকিস্তানে সন্ত্রাসী ঘাটিতে বিমান হামলার দাবী করেছে ভারত। একই সাথে এই হামলার পর পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা জবাবে পালিয়েছে ভারতীয় যুদ্ধবিমান গুলো, এমনটা দাবী করেছে পাকিস্তান।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সরকারি রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় বাহিনী পাকিস্তান অংশে অবস্থিত সংন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা করে তা গুড়িয়ে দিয়েছে। ফ্রান্সের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ১২ মিরাজ ২০০০ এ অভিযানে অংশ নেয়। এ সময় ১ হাজার কেজি বোম্ব ফেলে পাকিস্তান সীমান্তের সন্ত্রাসী ঘাঁটিগুলো গুড়িয়ে দেয়া হয়।
এই হামলার পর পাকিস্তানের পত্রিকা ডন এ প্রকাশিত হয়, ভারতীয় বাহিনীর এই হামলার জবাব দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। ফলে ভারতীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়।
টুইটা বার্তায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ডিজি মেজর জেনারেল আসিফ গফুর বলেন, পাক বাহিনী সময়মতো এবং উপযুক্ত জবাব দিয়েছে। মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিলে পালিয়ে যায় ভারতীয় যুদ্ধ বিমান।