আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগাওয়ে সেনাবাহিনী ও অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলিতে ২ সেনাসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮ বেসামরিক নাগরিক।
পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কুলগাওয়ের তুরিগাম গ্রামে অস্ত্রধারীদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে এই গোলাগুলি শুরু হয়। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা, এক সেনা সদস্য ও তিন অস্ত্রধারী রয়েছে।
পুলিশের দাবি, অস্ত্রধারীরা পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী জাইশ-ই-মুহাম্মদের সদস্য। এদের মধ্যে দুই জন বিদেশি নাগরিক।
গোলাগুলির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে। এতে আহত হয় অনেকে।