মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:৪৬:৪২

ভারতের 'হামলার' জবাব দিতে প্রস্তুত পাকিস্তানি বাহিনী

ভারতের 'হামলার' জবাব দিতে প্রস্তুত পাকিস্তানি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল পেরিয়ে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) সার্জিক্যাল স্ট্রাইকের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দ্য ডনের খবর, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে পররাষ্ট্র দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাবেক সচিব ও সাকে সিনিয়র রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কুরেশি প্রধানমন্ত্রী ইমরান খান বেলা ১১টায় আরেকটি বৈঠক ডেকেছেন বলে জানান।

এলওসি লঙ্ঘনের দিকে ইঙ্গিত করে কুরেশি পাকিস্তানকে চ্যালেঞ্জ না করার ব্যাপারে ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, দিল্লির এ বিষয়ে আরও ভালো জ্ঞান থাকা উচিত।
এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের এই কার্যকলাপে পাকিস্তানের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। কারণ পাকিস্তানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো ধরনের আঘাতের পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে