মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০৭:৪৫:৩৫

পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় যুদ্ধবিমানের হামলা, যা বললেন শচীন

পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় যুদ্ধবিমানের হামলা, যা বললেন শচীন

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে পুলওয়ামা হামলার জবাব দিয়েছে ভারতীয় বিমান বাহিনী৷ পাকিস্তানে ঢুকে জইশ-ই মহম্মদ জঙ্গি সংগঠনের ডেরায় বোমাবর্ষণ করে প্রায় ৩০০ জঙ্গিকে খতম করেছে ভারতের সৈনিকরা৷ শহিদরে বদলা নেওয়ায় ভারতীয় বিমান বাহিনীকে স্যালুট জানালেন শচীন টেন্ডুলকর৷

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানের বালাকোটে গিয়ে জইশ জঙ্গিদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় বিমান বাহিনী। পুলওয়ামা কাণ্ডের ১২ দিন পর ১২টি যুদ্ধবিমান নিয়ে শত্রু শিবিরে প্রত্যাঘাত করল ভারত।

মঙ্গলবার ভোরে ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। মুজফফরাবাদ সেক্টরের সকল জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। ১০০০ পাউন্ড বোমা বর্ষণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

এদিকে ভারতীয় সেনাদের সাফল্য তাদেরকে সাধুবাদ জানিয়ে টুইট বার্তা করেছেন কিংবদন্তী শচীন টেন্ডুলকার। টুইট বার্তায় শচীন লিখেন, আমাদের সততা কখনোই দূর্বলতার কারণ নয়।

এদিকে, পাকিস্তানের দাবি ভারতের ১০০০ কেজির বোমা হামলার জবাব তারা দিয়েছে। যদিও সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি বায়পসেনার ওয়েস্টার্ন কমান্ডের তরফে চালানো এই হামলায় পাকিস্তানি সেনা পাল্টা হামলা চালালেও ভারতীয় যুদ্ধবিমানের কোনও ক্ষয়ক্ষতি করতে পারেনি তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে