মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:০৮:৪০

যে ভয়ঙ্কর যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত

যে ভয়ঙ্কর যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার জেরে চলছে ভারত ও পাকিস্তানের তুমুল উত্তেজনা। পাকিস্তানকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে ভারত। অন্যদিকে, আক্রান্ত হলে ইসলামাবাদের পক্ষ থেকেও নয়া দিল্লিকে দেখে নেওয়ার পাল্টা হুমকি এসেছে।
এসব চলমান হুমকির মধ্যেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে বিমান হামলা চালাল ভারত। ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০’র ১২টি যুদ্ধ বিমান এই অভিযান চালায়।

প্রায় তিন দশক ধরে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম যুদ্ধবিমান মিরাজ-২০০০। বিমানটি ফ্রান্সের বিমান বাহিনীর জন্য তৈরি করে দাসাল্ট নামের অস্ত্র নির্মাণকারী সংস্থা। তারপর দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের হাতে আসে বিমানটি। এই সংস্থাটির কাছ থেকেই ৩৬টি রাফালে যুদ্ধবিমানও কিনেছে ভারত। মূলত বোমারু বিমান হিসেবেই কাজ করে মিরাজ-২০০০।

এটিতে রয়েছে মারাত্মক শক্তিশালী রাডার। যার ফলে লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে সহজেই, ডপলার বিমিং প্রযুক্তির মাধ্যমে মাটিতে থাকা যে কোন বস্তুর নিখুঁত মানচিত্র এঁকে ফেলতে সক্ষম। শত্রু পক্ষের বিমানকে মাঝ আকাশে ধবংস করতে এতে রয়েছে ‘অটো ক্যানন’ বা কামান। পাশাপাশি রকেট থেকে শুরু করে লেজার গাইডেড বম্ব বহন করতে পারে বিমানটি।

এই জেটের চালকের হেলমেটের মধ্যেই থাকে ডিসপ্লে। যার ফলে সুপারইমপোজড রাডার ডেটা দেখতে পারেন তিনি। ককপিটে ডিসপ্লে থাকার প্রয়োজন হয় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে