মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:৫৩:৪৩

উন্মুক্ত এলাকায় বোমা ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, উপযুক্ত সময়ে জবাব দেয়ার ঘোষণা ইমরান খানের

উন্মুক্ত এলাকায় বোমা ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, উপযুক্ত সময়ে জবাব দেয়ার ঘোষণা ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত-রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তানে ভূখন্ডে আবারো হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী। ভারতীয় মিডিয়া মোতাবেক, বিমান বাহিনী পুলওয়ামায় হামলা জড়িত জইশে-মুহাম্মদের ঘাঁটিতে ১ হাজার কেজি ওজনের বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে জইশের ৩ শতাধিক জঙ্গি নিহত হয়েছে।

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় হামলায় কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা নাকচ করে দিয়েছে। পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানান, পাকিস্তান বিমান বাহিনীর ত্বরিত পাল্টা জবাবের পর তাৎক্ষনিক পালিয়ে যায় ভারতীয় বিমান এবং বালাকোটের সন্নিকটে বোমা ফেলে। যেটা একটি উন্মুক্ত এরিয়া। সেখানে না ছিল ভবন না আবাদ। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়া দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান বালাকোট সেক্টরে বোম্বিং করার খবর নাকচ করে দিয়ে বলেন, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে ভারতের হামলার জবাব দেয়া হবে। বৈঠকে তিন বাহিনীর প্রধানসহ প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, নির্বাচিত সময় এবং স্থানে সমুচিত জবাব দিবে পাকিস্তান। ভারতই যুদ্ধের সূচনা করেছে। সেনাবাহিনীকে সব ধরণের আত্মরক্ষামূলক পদক্ষেপ নেয়ার অনুমতি দেয়া হয়। সূত্র: ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে