বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:২১:৫৬

বিমান সার্জিক্যাল স্ট্রাইক শেষ না হতেই সেনা ছুড়লো জোড়া ক্ষেপণাস্ত্র!

বিমান সার্জিক্যাল স্ট্রাইক শেষ না হতেই সেনা ছুড়লো জোড়া ক্ষেপণাস্ত্র!

আন্তর্জাতিক ডেস্ক : মোদি জামানায় দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন ভারত জুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই ভারতীয় সেনাবাহিনীর শক্তি বাড়াতে আরও একটি পদক্ষেপ নিল ভারত সরকার।

ভারতীয় সেনার অস্ত্রাগারে আরও দু'টি মিসাইল যুক্ত হতে চলেছে। মঙ্গলবার ওড়িশা উপকূল থেকে বঙ্গোপসাগরে পরীক্ষামূলকভাবে উত্ক্ষেপণ করা হয় ওই দু'টি মিসাইল।

ভারতীয় সেনার জন্য এই মিসাইল দু'টি ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিটেড একসঙ্গে তৈরি করেছে। বঙ্গোপসাগরে ছোড়া এই দুটি ক্ষেপণাস্ত্রই সফল হয়েছে।

ডিআরডিও-র সূত্রে জানা গিয়েছে, বছরের যেকোনও সময় যেকোনও আবহাওয়াতেই এই মিসাইল দু'টি কাজ করতে সক্ষম। ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে যেকোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই দু'টি মিসাইল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে