নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান ঢুঁকে জইশের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে এসেছে ভারতীয় বিমানসেনা। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর এমন জবাব দিতে পেরে স্বভাবতই আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজস্থানের চুরুর সভায় প্রধানমন্ত্রী বলেন, ''আজ আপনাদের মেজাজ কিছুটা অন্যরকম লাগছে''। পাকিস্তানে বিমানসেনার এয়ারস্ট্রাইক নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি মোদি। কিন্তু সমর্থকরা তার কাছ থেকে শুনতে চাইছিলেন। হতাশ করেননি নমো। কিছুটা ইঙ্গিতেই যা বলার বলে দিলেন।
প্রধানমন্ত্রী এহেন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই ওঠে মোদি, মোদি স্লোগান। তারপর প্রধানমন্ত্রী বলেন, ''হাত মুঠো করে বলুন, ভারত মাতা কি...''। জনতার মধ্যে থেকে সমস্বরে আওয়াজ, 'জয়'। মোদির বক্তব্য, ''আমি বুঝতে পারছি কেন আপনারা আজ এত উজ্জীবিত।''
নিয়ন্ত্রণ রেখার ওপারে বিমানসেনার অভিযানের উল্লেখ না করেই মোদি বলেন, ''মাটি শপথ করে বলছি, দেশকে শেষ হতে দেব না। আমি এই দেশকে থামতে দেব না, দেশকে ঝুঁকতে দেব না''।
প্রধানমন্ত্রীর কথায়, ''আমরা বিভ্রান্ত হব না। আটকে যাব না। যা কিছু হোক দেশকে শেষ হতে দেব না''। মোদী মনে করিয়ে দেন, দেশের চেয়ে বড় তার কাছে কিছু নেই। দেশের কাজ করছেন যারা প্রধান সেবকের তরফে তাদের প্রণাম। প্রধানমন্ত্রীর কথায়, ''আজ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন দেশ সুরক্ষিত হাতেই রয়েছে।''