বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৫৯:২৬

পাকিস্তানে বিমান হামলার পর মোদির উদ্দেশ্যে যা বললেন কঙ্গনা

পাকিস্তানে বিমান হামলার পর মোদির উদ্দেশ্যে যা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : পুলওয়ামা জঙ্গি হামলার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে পাল্টা প্রত্যাঘাত করলো ভারতীয় সেনা। এই ঘটনায় উচ্ছ্বসিত দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। 

বলিউড থেকে টলিউড সমস্ত তারকারাই এই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ভারতীয় বিমান সেনাকে স্যালুট জানিয়েছেন। মঙ্গলবার সকালে কম-বেশি প্রায় সকলেরই এই সার্জিক্যাল স্ট্রাইকের খবরেই ঘুম ভাঙে। 

আর এরপরেই বিমান সেনাকে স্যালুট জানিয়ে টুইট করেন উচ্ছ্বসিত তারকারা। এই তালিকা থেকে বাদ যাননি মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে তিনি ভারতীয় সেনাকে স্যালুট জানানোর পাশাপাশি এই রকম একটা সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করেছেন।

কঙ্গনার কথায়, ''এই নায়কোচিত প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনাকে আমরা স্যালুট জানাচ্ছি। এধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, জঙ্গিদের বিরুদ্ধে এভাবে লড়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ। যে আমাদের দেশকে খারাপ চোখে দেখবে, তাদের চোখ উপড়ে নেওয়া হবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে