বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:২৩:০১

পাক-ভারত যুদ্ধ প্রসঙ্গে টুইটারে যা লিখলেন নওয়াজের কন্যা মরিয়ম

পাক-ভারত যুদ্ধ প্রসঙ্গে টুইটারে যা লিখলেন নওয়াজের কন্যা মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান দুই দেশের কুটনৈতিক সম্পর্কে। ভারতীয় সেনাদের হামলার জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন ইমরান খান। নরেন্দ্র মোদীকে পাল্টা হামলা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। পাক প্রধানমন্ত্রী যখন ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ শরিফ পাকিস্তানের হেফাজতের জন্য আল্লাহর কাছে প্রার্থণা করেছেন।

টুইটারে নওয়াজের কন্যা মরিয়ম নওয়াজ শরিফ লিখেছেন, ”কোটলাখপট জেলে বাবার সঙ্গে দেখা হল। ভারতীয় যুদ্ধবিমানের অনুপ্রবেশের নিন্দা করেছেন উনি”। এরপরই উর্দুতে লিখেছেন, ”পাকিস্তান ইশ্বরের উপহার। আল্লাহ এই দেশ ও এখানকার নাগরিকদের রক্ষা করুন”।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে