বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৪৮:৩৫

'দেশকে আমরা শেষ হতে দেব না'

'দেশকে আমরা শেষ হতে দেব না'

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের চুরুতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জনসভা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে এমন ঘটনা এদিন ভোর রাতে ঘটেছে যে সারা ভারত তথা বিশ্বে হইচই পড়ে গেছে।

পাকিস্তানে ঢুকে জইশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। হামলায় অন্তত ২০০ থেকে ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিন সভার শুরুতেই নির্বাচনী ভাষণ না দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুখ খোলেন মোদী। মোদী যখন মঞ্চে ওঠেন, তখন উপস্থিত কর্মী-সমর্থকরা মোদী-মোদী ধ্বনি তুলেছেন। আর তা দেখে প্রধানমন্ত্রী বলেন, ”আমি বুঝতে পারছি কেন আপনারা আজ এত উজ্জীবিত।” আর তার পরই তিনি বলেন, ”আজ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন দেশ সুরক্ষিত হাতেই রয়েছে।”

তিনি বলেন, আমি বুঝতে পারছি সকলে উত্তেজিত রয়েছেন। সারা দেশে একই ভাবনার সঞ্চার হয়েছে। তাই বলছি, দেশ সুরক্ষিত হাতেই রয়েছে। দেশকে আমরা শেষ হতে দেব না। ভাঙতে দেব না। মাথা নত হতে দেব না।

মোদী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন কথা বলছিলেন, তখন চোখে-মুখে প্রচ্ছন্ন গর্ব ফুটে উঠছিল। তিনি দেশবাসীর একসঙ্গে প্রশংসা করেন। ভারতবাসী জিতবে এই অঙ্গীকার করেন। তিনি বলেন, নতুন ভারত জেগে উঠছে। দেশকে থেমে থাকতে দেব না।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এসে কনভয়ে ধাক্কা মারে এক জঙ্গি আদিল। ঘটনায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান।

এর পর থেকে প্রতিশোধ চাইছিল গোটা ভারত। মোদী সরকারও যোগ্য জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অবশেষে ঘটনার ১২ দিন পর জবাব দিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি-নিধনের কাজ সেরে এলেন বায়ু সেনার অফিসাররা। মোদী সফলভাবে জমানায় সফল হল আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক।

বায়ুসেনা সূত্রে খবর, ১০০০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয় এই সার্জক্যাল স্ট্রাইকে। পাক-অধিকৃত কাশ্মীরের খাইবার-পাখতুনওয়া এলাকায় এই হামলা চালানো হয়।

ফলে এই ঘটনার পর প্রধানমন্ত্রী কী বলেন, তা জানতে আগ্রহী ছিলেন সবাই। যদিও প্রধানমন্ত্রী রাজস্থানের সভা থেকে সরাসরি বললেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। কিন্তু এর জেরে তাঁর আত্মবিশ্বাস যে বেড়েছে, তা নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে