বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৩৩:১৪

মানসিক চাপে আত্মহত্যা করলেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার

 মানসিক চাপে আত্মহত্যা করলেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার অরভিন্দ সিং আত্মহত্যা করেছেন বলে নিউজ ন্যাশনের খবরে জানা গেছে।

সংবাদমাধ্যমটির খবরে আরো বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকালে প্রায়াগরাজে বিমান বাহিনীর আবাসিক এলাকায় নিজের সরকারি বাসভবনে তিনি একটি ডাবল ব্যারেল বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহনন করেন। তিনি এয়ারফোর্স কমান্ডের গণসংযোগ কর্মকর্তা ছিলেন। 

তিনি কেন আত্মহত্যা করেছেন, তার কারণ জানা যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে, পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছেন। এখন পর্যন্ত তার কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

এদিকে প্রাথমিক তদন্তে তার স্ত্রী পুজা বলেছেন, কর্মস্থলের কারণে অরভিন্দ মানসিক চাপে ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে