আন্তর্জাতিক ডেস্ক : ভারতী নিয়ন্ত্রিত কাশ্মীরে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। জম্মু-কাশ্মীরের শ্রীনগরে নিয়ন্ত্রণ রেখায় মর্টার শেল হামলায় ৫ ভারতীয় সেনা আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।
গতকাল ভারত কর্তৃক পাকিস্তানে বিমান হামলার পর জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার আখনুর, নৌসেরা এবং কৃষ্ণা ঘাটি সেক্টরে মর্টার হামলা ও ব্যাপক গুলিবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে ভারতীয় সেনারা। এতে ৫ ভারতীয় সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় সেনার এক মুখপাত্র বিষয়টি স্বীকার করেছেন।
ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানি সেনারা সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় মর্টার ও মিসাইল ছুড়তে থাকে। জবাবে ভারতও প্রতিরোধ গড়ে তুলে। এখন পর্যন্ত তিন সেক্টরে হামলা চালানোর চেষ্টা হয়েছে।