বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:১৫:১২

শেষ খবর পাওয়া পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় ৭ জন নিহত

শেষ খবর পাওয়া পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাংদেহী উত্তেজনার মধ্যে নতুন করে কাশ্মির সীমান্তে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ও রাতে পাল্টাপাল্টি এ হামলার ঘটনা ঘটে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের অন্তত ৭ জন নিহত হয়েছে। এর মধ্যে পাকিস্তানে দুই শিশুসহ পাঁচজন এবং ভারতে দুই জন নিহত ও আহত হয়েছে পাঁচ সেনা। দুই পক্ষ এমনটাই দাবি করেছে।

এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ‘ডন’-এর এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মির সীমান্তের নাকিয়াল সেক্টরে মঙ্গলবার মর্টার হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে দুই শিশুসহ পাঁচ পাকিস্তানি নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

অন্যদিকে ভারতীয় কর্মকর্তাদের সূত্রে এনডিটিভির খবরে বলা হয়, জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর অন্তত ৫০ জায়গায় মর্টার ও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। এতে আখনুর সেক্টরে পাঁচ ভারতীয় সেনা আহত হয়েছেন। এর জবাবে ভারতীয় বাহিনীও গুলি ছুঁড়েছে।

এদিকে পাকিস্তানের ভারি মর্টার হামলায় দুই ভারতীয় নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্তরেখায় তিন জায়গায় এ হামলা চালানো হয় বলে জানায় গণমাধ্যমটি।

এর আগে মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় কাশ্মিরের নওশেরা সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে