বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ০৭:৫২:৪০

পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না : ইমরান খানের হুঁশিয়ারি

পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না : ইমরান খানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার পাকিস্তানী বাহিনীর হামলায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতসহ দিনভর নানা নাটকীয় ঘটনাগুলোর বিষয়ে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার বিকেলে তিনি এই ভাষণ দেন। ভাষণে ইমরান খান ভারতের হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলা চালানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ১৪ই ফেব্রুয়ারি কাশ্মিরে আত্মঘাতী হামলার তদন্তে সহায়তা করার জন্য নয়াদিল্লীকে প্রস্তাব দিয়েছিলেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন,‘আমরা ভারতকে বলেছিলাম যে, তোমরা যদি একতরফা কোনো ব্যবস্থা (হামলার পথ বেছে নাও) নাও, তাহলে আমরা পাল্টা জবাব দিতে বাধ্য হবো। কিন্তু ভারত নিজেরাই বিচারক, জুরি আর জল্লাদের ভূমিকা নিয়েছে।’

টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,‘যদি এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটতেই থাকে এবং উত্তেজনা বিরাজমান থাকে, তাহলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আমার বা নরেন্দ্র মোদী- কারোর হাতেই থাকবে না। আমরা আপনাকে আলোচনার প্রস্তাব দিচ্ছি। মানবিক শুভবুদ্ধিকে অবশ্যই বিজয়ী করতে হবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন,‘ভারত আক্রমণ চালানোর সাথে সাথেই আমরা পাল্টা হামলা চালাইনি। কারণ আমরা আগে পরিস্থিতি পুরোপুরি বোঝার চেষ্টা করেছি। আর এরপরই আমরা ভারতে হামলা চালিয়েছি কেবল একটা বার্তা দেয়ার জন্যই যে, পাকিস্তান একটি স্বার্বভৌম দেশ এবং আমরা (হামলা চালাতে) ভারতে প্রবেশ করার ক্ষমতা রাখি।’

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,‘আমি ভারতকে বলতে চাই যে, তাদের যে অস্ত্র আছে এবং একইসাথে পাকিস্তানের যে অস্ত্র আছে, তাতে আমাদের কোনো পক্ষেরই ভুল হিসেবের কোনো সুযোগ নেই। যদি এই উত্তেজনা, হামলা-পাল্টা হামলা আরো বৃদ্ধি পায়, তবে পরিস্থিতি আমার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কারোরই নিয়ন্ত্রনে থাকবে না।’

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তানের সামরিকবাহিনীর হামলায় দুটি ভারতীয় মিগ যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে।

যদিও এর আগে ভারত বলেছিল যে, তারা একটি যুদ্ধবিমান হারিয়েছে।

ইমরান খান আরো বলেন,‘আমরা তাদের দুটো মিগ যুদ্ধবিমান ভূপাতিত করেছি। আটককৃত পাইলটেরা আমাদের সাথেই আছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন,‘কিন্তু এরপর আমাদের গন্তব্য কি? আমি ভারতকে প্রশ্ন করছি। আমাদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে।’

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,‘দু'পক্ষের হাতে যে ধরনের অস্ত্র আছে তা নিয়ে কোন পক্ষেরই ভুল হিসেবের সুযোগ নেই। সে কারণে আমি ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন শুভ বুদ্ধির উদয় হয়। ভারতের সাথে যে দ্বন্দ্ব আছে তা নিরসনে আমাদের প্রজ্ঞা এবং বিবেচনা ব্যবহার করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে