আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অংশগ্রহণ করলে তাতে অংশ নেবে না পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী এই ঘোষণা দেন। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জি নিউজের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহমুদ কোরাইশী বলেন, ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যোগ দিলে আমরা তাতে অংশ নেবো না। এ বিষয়ে তুরস্কও পাকিস্তানকে সমর্থন করেছে।’
তিনি আরো বলেন,‘বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সাথে আমার কথা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তুরস্ক দ্ব্যার্থহীনভাবে পাকিস্তানকে সমর্থন করার ঘোষণা দিয়েছে।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- তুরস্ক মনে করে ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। তাই সুষমা স্বরাজের ওআইসির বৈঠকে অংশগ্রহণের কোনো অধিকার নেই।
এদিকে জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও তাকে ফোন করে বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানানোর পাশাপাশি পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থানকে সমর্থন জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী।
তিনি অভিযোগ করেন, আসন্ন সাধারণ নির্বাচনের আগ মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে সুযোগ নিতে চায় ভারত সরকার। এমন কাজের মাধ্যমে বিরোধীপক্ষ ও সাধারণ জনগণকে তারা (বিজেপি) বোকা বানাচ্ছে। ভারতকে মোকাবেলা করার পূর্ণ শক্তি পাকিস্তানের রয়েছে এবং পাকিস্তানের জনগণও এ ব্যাপারে একমত বলে জানান তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কারণে ওআইসির সম্মেলনে অংশগ্রহণ না করলে ওআইসির সঙ্গে সম্পর্কের অবনতি হবে না জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসি বা তার সদস্য অন্য দেশগুলোর সাথে আমাদের কোনো মতবিরোধ নেই। আমাদের আপত্তি কেবল সুষমা স্বরাজের অংশগ্রহণের বিষয়ে। যদি তিনি ওআইসির বৈঠকে অংশ নেন, তাহলে আমি ওই বৈঠকে যাবো না।