আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে আটক হওয়া ভারতীয় পাইলটকে নিয়ে বড় বিপাকে পড়েছে ভারত। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এখন অভিনন্দন নামের ওই পাইলটকে জীবিত ফিরে পেতে মোদি সরকারের ওপর চাপ বাড়ছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর দু’টি বিমান পাকিস্তান সীমান্ত অতিক্রম করলে দু’টি বিমানই ভূপাতিত করে পাক বাহিনী। এসময় একটি বিমানে থাকা দুই পাইলটকে আটক করা হয় বলে দাবি করে ইসলামাবাদ।
এদিকে ভারতও জানিয়েছে, পাইলটসহ তাদের একটি যুদ্ধবিমান নিখোঁজ রয়েছে। ভারতের ওই স্বীকৃতির পরপরই দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। পাইলটকে জীবিত ফিরিয়ে আনতে মতামত দিচ্ছে রাজনৈতিক নেতৃত্বে থেকে শুরু করে সাধারণ মানুষ।
এমন পরিস্থিতি ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে তলব করেছে নয়াদিল্লি। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হাইকমিশনারকে তলব করা হয়েছে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ গুরুত্বপূর্ণ নেতারা অভিনন্দনকে ফিরে আনার আহ্বান জানিয়েছেন।