বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৪৮:৫৩

‘মাথা নত করবো না’ তিন সেনাপ্রধানকে যোগ্য জবাব দিতে মোদির নির্দেশ

‘মাথা নত করবো না’ তিন সেনাপ্রধানকে যোগ্য জবাব দিতে মোদির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের পুলওয়ামা হামলার পর আহত, মর্মাহত ও ক্ষুব্ধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, সেনার পাশে সারা দেশ রয়েছে। পড়শি দেশ যে ঘটনা ঘটিয়েছে তার যোগ্য জবাব দেওয়া হবে। সেনাকে সমস্ত ছাড় দেওয়া হয়েছে। 

যারপরই পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমান সেনা। এরপরে ঘটনা পরম্পরা অনেকদূর এগিয়েছে। এরপর পাকিস্তান আজ হামলা চালালো। পাকিস্তানী বিমানকে ধাওয়া করা ভারতীয় একটি বিমান পাকিস্তান সীমায় বিধ্বস্ত হয়। এদিন সেই বিমানের পাইলটকে হেফাজতে নিয়ে তার ছবি প্রকাশ করেছে পাকিস্তান। যার পরে তাকে ছাড়াতে কূটনৈতিক পথে লড়াইয়ে নেমেছে ভারত।

তবে, এদিন ভারতের স্থল, বিমান ও নৌসেনা প্রধানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা দ্বৈরথ ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। জানা গিয়েছে, ফের একবার পাকিস্তানকে জবাব দিতে তিন সেনাকেই সমস্ত রকমের ছাড় দিয়ে দেওয়া হয়েছে।

এদিন সারাদিন ধরে তিন সেনা প্রধান ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন ও ইন্টেলিজেন্সের শীর্ষ কর্তাদের সঙ্গে মোদি কথা বলেন। স্পষ্ট করে দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই মাথা নোয়াবে না ভারত। ফের একবার পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে