বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৫৯:৩৫

সীমান্তে উত্তেজনার মধ্য চলছে পাক-ভারত ট্রেন

সীমান্তে উত্তেজনার মধ্য চলছে পাক-ভারত ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে চলাচল করা সমঝোতা এক্সপ্রেস বন্ধ হচ্ছে না। দিল্লি ও আটারি থেকে চলা ট্রেনটি নির্ধারিত সময় মেনেই চলবে। আগে শোনা গিয়েছিল পাকিস্তান এই ট্রেনের চলাচল বন্ধ করে দিয়েছে।

ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আমরা এমন কোনও সূচনা পাইনি। তাই পরিকল্পিত সময়সূচি মেনেই তা চলবে। সমঝোতা এক্সপ্রেস দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে চালু হয়েছিল। সপ্তাহে দুদিন সীমান্তের দু'পার থেকে তা ছাড়ে। বুধবার ও রবিবার দিল্লি ও আটারি থেকে তা ছাড়বে। 

এদিকে পাকিস্তান থেকে তা বৃহস্পতিবার ও সোমবার ছাড়ে। এতে ছয়টি স্লিপার কোচ ও একটি থ্রি টিয়ার এসি স্লিপার কোচ রয়েছে।

প্রসঙ্গত পুলওয়ামার হামলার পর ভারত পাল্টা হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোর রাকে মিরাজ ২০০০ বিমান দিয়ে পাকিস্তানের তিনটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। বুধবার সকালে পাকিস্তানও হামলা চালায় ভারতের ভূ-খন্ডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে