বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:৩৯:৪৭

রাজকীয় সম্মানে ভূষিত 'স্যার অ্যালিস্টার কুক'

রাজকীয় সম্মানে ভূষিত 'স্যার অ্যালিস্টার কুক'

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাট হাতে তিনি ছিলেন নিপুণ শিল্পী। আর মানুষ হিসেবে মাঠ ও মাঠের বাইরে অসাধারণ, নম্র, ভদ্র, বিনয়ী। ঘোষণাটা আগেই দেওয়া হয়েছিল। বাকী ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল মঙ্গলবার। আনুষ্ঠানিকভাবে 'নাইটহুড' উপাধি তুলে দেওয়া হলো সাবেক ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক এবং টেস্ট কিংবদন্তি অ্যালিস্টার কুকের হাতে।

রাজকীয় আনুষ্ঠানিকতায় বার্মিংহাম প্যালেসে রানির হাত থেকে এই পদক গ্রহণ করেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের জন্য ৩৪ বছর বয়সী কুককে এই পুরস্কার ভূষিত করা হয়েছে। সর্বশেষ ২০০৭ সালে আরেক কিংবদন্তি ইয়ান বোথাম নাইটহুড উপাধি পেয়েছিলেন। 

এই রাজকীয় সম্মান গ্রহণ করে কুক গণমাধ্যমকে বলেন, 'এই সম্মানের তালিকায় নিজের নাম দেখে বিশ্বাস হচ্ছিল না। এবং সত্যি বলতে, ভাবতে খুব অবাক লাগছে যে এখন আমার নামের আগে 'স্যার' যুক্ত হবে! আমি বিশ্বের হাজারো বোলারের মুখোমুখি হয়েছি, কিন্তু পুরস্কারটি গ্রহণের সময় খুব নার্ভাস ছিলাম। ওখানে হেঁটে যাওয়া; হাঁটু গেড়ে বসা- খুব অদ্ভুত লেগেছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে