বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:৪৮:৫৩

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানালেন মালালা

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানালেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে প্রতিবেশি দুই দেশের নেতাদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।
বুধবার টুইটারে ‘সে নো টু ওয়্যার’ হ্যাশট্যাগ ব্যবহার করে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

টুইটে মালালা লিখেছেন, এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সত্যিকার নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। সংলাপের মাধ্যমে বর্তমান সংঘাত ও দীর্ঘদিনের কাশ্মীর সংকটের সমাধান করুন।

তিনি বলেন, যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত সবাই একমত যে, প্রতিশোধ কখনই সঠিক পথ নয়। একবার শুরু হলে তা শেষ হতে চায় না। চলমান যুদ্ধগুলোর কারণে লাখ লাখ মানুষ ভুগছে- আরেকটি যুদ্ধের দরকার নেই। এখন দুর্দশাগ্রস্ত মানুষগুলোকেও সামলাতে পারে না বিশ্ব।

মালালা আরো লিখেছেন, দুই দেশের নাগরিকরাই জানেন যে, সন্ত্রাসবাদ, দারিদ্র্য, অশিক্ষা ও স্বাস্থ্য সেবা সংকটই আসল শত্রু। তারা একে অপরের শত্রু নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে