বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০৫:৫২:৪৯

শুক্রবার মুক্তি পাচ্ছেন পাকিস্তানে আটক ভারতীয় পাইলট : ইমরান খান

শুক্রবার মুক্তি পাচ্ছেন পাকিস্তানে আটক ভারতীয় পাইলট : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: আগামীকালই মুক্তি দেয়া হচ্ছে অভিনন্দন বর্তমানকে। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। 

পার্লামেন্টের শুরুতেই বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই প্রাথমিকভাবে শান্তি আলোচনায় যাওয়ার কথা বলেন ইমরান। বলেন, তিনি যুদ্ধ চান না। তারপরেই জানিয়ে দেন, আগামীকাল, মানে শুক্রবার অভিনন্দন কে ছেড়ে দেয়া হবে।

গত বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। এর মধ্যে একটি বিমান কাশ্মীরে ভারত সীমান্তে পড়লেও অপরটি পড়ে পাকিস্তানের মধ্যে। ওই বিমানে থাকা পাইলটকে আটক করা হয়। পরে তার একটি ভিডিও প্রকাশ করা হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে