বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৪৭:৫০

ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলি বাহিনীর বিচার হওয়া উচিত : জাতিসংঘ

ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলি বাহিনীর বিচার হওয়া উচিত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ১৮৯ ফিলিস্তিনিকে হত্যা এবং ছয় হাজারেরও বেশি জনকে আহত করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল। এ জন্য ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর বিচার হওয়া উচিত। 

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি নিরপেক্ষ তদন্ত দলের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান মিশেল ব্যাচেলেটের উচিত এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ আদালতকে দেওয়া। 

প্রতিবেদনটি বলছে, স্নাইপার ও কমান্ডারসহ ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্তকারী দলের কাছে তাদের ব্যাপারে গোপন তথ্য রয়েছে। 

জানা গেছে, গত বছরের মার্চ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত হামলার শিকার শতাধিক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, চিকিৎসা নথি, ভিডিও ও ড্রোন ফুটেজ এবং ছবি দেখে তদন্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে