বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৫৫:১৪

শত্রুদের প্রতি সদয় হওয়া আল্লাহর রাসূলের নির্দেশ: পাকিস্তানি সেনা অফিসার

শত্রুদের প্রতি সদয় হওয়া আল্লাহর রাসূলের নির্দেশ: পাকিস্তানি সেনা অফিসার

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে পাকিস্তান সেনা বাহিনীর কাছে আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন। এদিকে গতকাল বুধবার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানে আটক হওয়া ভারতীয় বিমানবাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বলেন, ‘আমরা দুই প্রতিবেশী শত্রু রাষ্ট্র হলেও পাকিস্তান আর্মি আমাকে আটকের পর চিকিৎসা দিয়েছে। সম্মান করেছে। পাক সেনারা খুবই ভদ্রলোক। আমি মনে করি পাকিস্তান আর্মি থেকে আমাদের ব্যবহার শেখার আছে।’

এর আগে গতকাল বুধবার সকালে পাকিস্তানের আকাশসীমায় ঢোকায় দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। এ সময় ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলটকে আটক করে পাক সেনারা।

পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে আহত অবস্থায় আটক হন ভারতীয় বিমানবাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন। আহত অভিনন্দনকে চিকিৎসা দেয় পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে অভিনন্দন বলেন, ‘আমি আপনাদের ব্যবহারে মুগ্ধ।’ তবে তিনি কোন বিমানটি চালাচ্ছিলেন তা জানতে চাইলে পাকিস্তানের এক মেজরকে বলেন, ‘আমি কী এসব কথা বলতে পারি? মেজর, আমি দুঃখিত। তবে চা বেশ ভালো হয়েছে।’ অভিনন্দন আরও বলেন, ‘যারা পাকিস্তান সেনাদের বদনাম করেন তারা না জেনে করেন।’

এ সময় পাকিস্তান সেনাদের এক সিনিয়র অফিসার বলেন, ‘শত্রুদের প্রতি সদয় হওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহর রাসূলের নির্দেশ। পাকিস্তানের মুসলমান রাসূল (সা.) এর নির্দেশ পালন করছে মাত্র।’

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে