শুক্রবার, ০১ মার্চ, ২০১৯, ১২:৩৩:৪৩

আটক পাইলটের ভিডিও মুছে ফেলার অনুরোধ ভারতের

আটক পাইলটের ভিডিও মুছে ফেলার অনুরোধ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের হাতে আটক বিমান বাহিনীর পাইলটের ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশনা অনুসরণ করেই তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইউটিউবের প্রতি এই অনুরোধ জানিয়েছেন বলে সরকারের একটি সূত্র জানিয়েছে।

সূত্র আরও বলছে, ইতোমধ্যে আটক পাইলট অভিনন্দনের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী পাকিস্তানে আটক পাইলট অভিনন্দন সংশ্লিষ্ট ১১টি ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউটিউবের পরিচালনাকারী প্রতিষ্ঠান গুগলের একজন মুখপাত্র বলেন, কোন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া বৈধ কোন আবেদন যদি আমাদের নীতির সঙ্গে সংগতিপূর্ণ হয় তবে তা দ্রুত মুছে ফেলা হয়। আমরা এই নীতি মেনে চলি।

তিনি আরও বলেন, কোন আধেয় গুগল থেকে মুছে ফেলার জন্য সরকারের কাছ থেকে পাওয়া আবেদনের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়।

পাকিস্তানের দাবি তারা ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং অভিনন্দন ওই বিমানের একজন পাইলট। আটক অবস্থায় অভিনন্দনের বেশকিছু ভিডিও প্রকাশ করে পাকিস্তান। তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে দ্রুত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে