শুক্রবার, ০১ মার্চ, ২০১৯, ০৩:০৭:৫৯

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে ফিলিপাইন

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা শরনার্থীদের নিজ দেশের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে এক বক্তব্যে তিনি এ কথা বলেছেন। 

ফিলিপাইনের সংবাদমাধ্যম জিএমএ নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেছেন, আমি রোহিঙ্গাদের গ্রহণে আগ্রহী।

প্রসঙ্গত, গত বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেন দুতার্তে। তিনি জানিয়েছিলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রস্তুত ফিলিপাইন।

সূত্র : আনাদুলু নিউজ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে