শুক্রবার, ০১ মার্চ, ২০১৯, ০৪:৩৩:২৫

ইমরান খানকে শান্তির নোবেল দেয়ার দাবিতে পাকিস্তানে হ্যাশট্যাগ ঝড়

ইমরান খানকে শান্তির নোবেল দেয়ার দাবিতে পাকিস্তানে হ্যাশট্যাগ ঝড়

আন্তর্জাতিক ডেস্ক: পাক-ভারত উত্তেজনার মাঝে আটক পাইলটকে মুক্তি ঘোষণা দিয়ে শান্তি স্থাপনের পরিবেশ তৈরি করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি উঠেছে। পাকিস্তানিরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইমরান খানকে নোবেল পুরস্কার দেয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন।

শুক্রবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছে ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ। অনেকেই তাকে নোবেল পুরস্কার দেয়ার দাবি জানিয়ে টুইটে লিখেছেন, ‘ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার (#NobelPeacePrizeForImranKhan)।’

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় আটক পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, শান্তির বার্তা হিসেবে পাক সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেয়া হবে।

তবে দুই দেশের চলমান উত্তেজনার মাঝে ভারতীয় পাইলটের মুক্তি দুর্বলতা হিসেবে না ভাবতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।

ভারতীয় সাবেক ক্রিকেটার নভোজিত সিং সিধু ইমরান খানের প্রশংসা করে বলেন, আপনার শান্তিপূর্ণ এই মনোভাব আনন্দের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ইমরানের প্রশংসা করে বলেন, পাক প্রধানমন্ত্রীর শান্তির ইঙ্গিতে সাড়া দেবে ভারত।

পাইলটকে মুক্তির ঘোষণা আসার পর ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকাণ্ডি কাটজু বলেন, প্রজ্ঞাপূর্ণ এবং সংযমী বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে