শুক্রবার, ০১ মার্চ, ২০১৯, ০৫:৩৯:১০

কড়া নিরাপত্তায় সীমান্তে সেই ভারতীয় পাইলট

কড়া নিরাপত্তায় সীমান্তে সেই ভারতীয় পাইলট

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াঘা সীমান্তে পৌঁছলেন উইং কমান্ডার অভিনন্দন। ভারতবাসীর উৎকন্ঠা শেষে দেশে ফিরছেন পাইলট। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। কড়া নিরাপত্তা মুড়ে আনা হচ্ছে বায়ুসেনার এই পাইলটকে। শেষ মুহূর্তে তাঁকে স্বাগত জানাতে ভিড় বাড়ছে আটারি সীমান্তে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

গত ২৬ ফেব্রুয়ারি পাক সেনার হাতে বন্দি হন তিনি। তারপর থেকেই প্রত্যেক মুহূর্তে দেশ জুড়ে ছিল শুধুই উৎকন্ঠা। অবশেষে কূটনৈতিক চাপে তাঁকে ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

গত ১৪-ই ফেব্রুয়ারি জঙ্গি হামলার ফলে প্রাণ হারায় ভারতের ৪০-এর বেশি সেনা জওয়ান। তারই জেরে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বোমা ফেলে আসে পাকিস্তানের মাটিতে, ধ্বংস হয়ে যায় যে জইশ-এ-মহম্মদের জঙ্গি ঘাঁটি।

খতম হয় ৩০০ জন জঙ্গি। কিন্তু তারপর দুই দেশের মধ্যে শুরু হয় আকাশ পথে উত্তর দেওয়ার পালা। তার জেরেই ধ্বংস হয় এমআইজি ২১, যাতে ছিলেন অভিনন্দন। সারা দেশ আজ তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে