শুক্রবার, ০১ মার্চ, ২০১৯, ১১:০৩:৫৩

মৃত ভেবে কাশ্মিরে স্বাধীনতাকামীর লাশ দখলে নিতে গিয়ে নিহত ৪ সেনা-পুলিশ

মৃত ভেবে কাশ্মিরে স্বাধীনতাকামীর লাশ দখলে নিতে গিয়ে নিহত ৪ সেনা-পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের কুপওয়ারা জেলায় মৃত ভেবে স্বাধীনতাকামীদের লাশ দখল করতে গিয়েছিলেন ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু তারা কাছে গেলে গুলি চালানো হয় সিআরপিএফ ও পুলিশের সদস্যদের ওপর। এতে ভারতের নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ ছয়জন নিহত হয়েছে। শুক্রবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আরো চারজন আহত হয়েছেন।

সেনা সূত্রে জানা যায়, একটি বাড়িতে দুইজন স্বাধীনতাকামী লুকিয়ে রয়েছে বলে শুক্রবার খবর আসে। সেই মতো অভিযানে নামে রাজ্য পুলিশের এসওজি, সিআরপি-র ৯২ নম্বর ব্যাটেলিয়ন এবং সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ বাহিনী। হান্দোয়ারার বাবাগুন্ডে ওই বাড়ির কাছে পৌঁছলে, তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে স্বাধীনতাকামীরা।

গুলি বিনিময়ের সময় দুই স্বাধীনতাকামীর একজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। তারপর তার লাশ নিয়ন্ত্রণে আনতে যায় নিরাপত্তা বাহিনী। তখনই মাটিতে পড়ে থাকা দুইজনের মধ্যে একজন আচমকা উঠে দাড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে জখম হন জওয়ানরা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়। যৌথ বাহিনীর গুলিতে স্বাধীনতাকামী দুই জনেরই মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে