শনিবার, ০২ মার্চ, ২০১৯, ১০:১২:২৭

ভারতীয় পাইলটের ছেলেকে লেখা পাকিস্তান সেনাবাহিনীর মর্মস্পর্শী চিঠি

ভারতীয় পাইলটের ছেলেকে লেখা পাকিস্তান সেনাবাহিনীর মর্মস্পর্শী চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দনের বিমান বিধ্বস্ত হয়েছিল। বিমানাটি ভূপাতিত হয় আজাদ কাশ্মিরে। ওই বিমানের পাইলট অভিনন্দন পাকিস্তানে আটক হয়। শুক্রবার পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয়। তিনি এখন ভারতে ফিরে গেছে। তার ফিরে যাওয়ার সময় তার কাছে তার ছেলের জন্য একটি চিঠি তুলে ধয়ে পাকিস্তান সেনাবাহিনী এখানে ওই চিঠিটি  অনুবাদ করে তুলে ধরা হলো।

এই ছোট বানি!!
অভিনন্দন তোমাকে। বাবাকে খুব শিগগিরই জড়িয়ে ধরতে পারব। আমরা তোমার কাছে তাকে উপহার হিসেবে পাঠাচ্ছি। তিনি তোমার মতো কতজনকে যে বোমা মেরে ফেলতে এখানে এসেছিলেন, সেগুলো আমরা বিবেচনা করছি না।

বানি শোনো!! তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। তিনি যখন তোমার কাছে ছুটে গিয়ে তোমাকে শক্তভাবে জড়িয়ে ধরবে, দয়া করে আমার পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন করো : বাবা কাশ্মিরি শিশুদেরকে কি আমার মতো তাদের বাবাদের সাথে সুখে থাকার অধিকার নেই? তাকে জিজ্ঞাসা করো, তারা যদি দাঙ্গাবাজ লোকদের দয়ার ওপর তোমাকে ছেড়ে দিত, তবে কী হতো? তার কাছে জানতে চেয়ো, যুদ্ধ আর ঘৃণার মূল্য কত? তাকে জিজ্ঞেস করো, বেশি শক্তিশালী কোনটি : ঘৃণা না ভালোবাসা? তার কাছে জানতে চেয়ো, কোনটা বেশি সুন্দর : জীবন না মৃত্যু? 
আমি অবশ্যই তোমাকে এসব প্রশ্নের জবাব দেব। সুখে থাকো ছোট্ট বানি। আমি আশা করি, তুমি একদিন ক্ষেপণাস্ত্র আর বোমার বদলে হাতে ফুল নিয়ে বাবার সাথে আমাদের দেশে আসবে।

আর একটি কথা : আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কাউকেই কোনোভাবেই তোমার হাসি কেড়ে নিতে দেব না, আমাদের ভূমিকে ধ্বংস করতে দেব না। বাবার সাথে সুখে থাকো।

সহৃদয় ভালোবাসার সাথে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে