আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনার বিরুদ্ধে এবার আরও ভয়ঙ্কর ছক কষেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে তেমনই খবর।
গোয়েন্দা রিপোর্ট বলছে, কাশ্মীরে মোতায়েন থাকা সেনাবাহিনীর রেশনে বিষ মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তানের মিলিটারি ইনটেলিজেন্স ও আইএসআই। ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত রিপোর্ট বলছে, ক্যাম্পে ক্যাম্পে সেনাবাহিনীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হচ্ছে।
সব রেশন জওয়ানদের হাতে পৌঁছনোর আগে বিশেষভাবে চেক করা হবে। তবেই সেই খাবার পৌঁছবে সবার কাছে।
এদিকে, সীমান্তে উত্তেজনা এখনও কমেনি। পাক সেনা শেলিং করছে ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে। শুক্রবার কাশ্মীরে তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন এক সিআরপিএফ জওয়ান ও দুই পুলিশ অফিসার।
শুক্রবারই পাকিস্তান থেকে দেশে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দন ভার্তামান। বুধবার পাক বিমান তাড়া করতে গিয়ে পাকিস্তানের দিকে চলে যায় তাঁর মিগ বিমান। সেখানেই তাকে ধরে ফেলে পাক সেনা।
নৌসেরা সেক্টর থেকে হেভি শেলিংয়ের খবর এসেছে৷ কোনও প্ররোচনা ছাড়াই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা৷ সীমান্তে শুরু হয় ব্যাপক গোলা বর্ষণ৷ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা৷ জানা গিয়েছে, এদিন রাজৌরির নৌসেরা সেক্টরে বিকেল ৪টে ১৫মিনিট নাগাদ সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান৷ তারপরই দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি ও বোমার লড়াই শুরু হয়৷-কলকাতা২৪×৭