আন্তর্জাতিক ডেস্ক: অভিনন্দনের মিগ ২১ বাইসন বিমানটি পাকিস্তানের মাটিতে ভেঙে পড়ে। শত্রুপক্ষের সেনাবাহিনীর হাতে ধরে পড়ে যান তিনি।
৩ দিন পাকিস্তানে থাকার পর৷ ওয়াঘা পৌঁছলেন এয়ার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
গত দু’দিন ধরেই দেশজুড়ে অভিনন্দনকে নিয়ে ছিল টেনশন। অবশেষে সেই টেনশন থেকে মুক্তি পাওয়া কেবল সময়ের অপেক্ষায়।
অভিনন্দনের মিগ ২১ বাইসন বিমানটি পাকিস্তানের মাটিতে ভেঙে পড়ে। শত্রুপক্ষের সেনাবাহিনীর হাতে ধরে পড়ে যান তিনি। কিন্তু তাতেও ঘাবড়াননি অভিনন্দন। ঠান্ডা মাথায় মোকাবিলা করেন পাক সেনার। চা খেতে খেতে তাঁর বক্তব্য রাখার ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অভিনন্দন প্রথম থেকেই তুখোড় বুদ্ধি আর নার্ভের পরিচয় দিয়েছিলেন। নথি গিলে ফেলা, জলে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা ইত্যাদি করে অভিনন্দন দেখিয়ে দিয়েছিলেন, শত্রুর মোকাবিলা তাঁর রক্তেই।
সব থেকে বেশি চমকে দেয় পাকিস্তানী সেনার প্রতি তাঁর সৌজন্য। মৃত্যুর এক ইঞ্চি দূরে দাঁড়িয়েও পাক সেনার চায়ের প্রশংসা করেছিলেন অভিনন্দন। অথচ একটি বেফাঁস মন্তব্য করেননি।
অভিনন্দনের ঠাকুরদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বায়ুসেনায় কাজ করেছেন। তাঁর বাবা ছিলেন প্রাক্তন এয়ার মার্শাল।-এবেলা