আন্তর্জাতিক ডেস্ক : শান্তির বার্তা হিসেবে আটককৃত ইউং কমান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। কিন্তু বিনিময়ে ইসলামাবাদ যা পাচ্ছে, তা এক রকম অস্বস্তিকর উত্তরই বলা যায়। কারণ ভারতের কারাগারে সহবন্দিদের হাতে নিহত পাকিস্তানি নাগরিক শাকিরুল্লাহর মরদেহ ইসলামাবাদের হাতে তুলে দেয়া হচ্ছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন, জিও নিউজ।
কাশ্মিরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় একটি আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হওয়ার পর পাকিস্তানবিরোধী উত্তেজনার মধ্যে ভারতীয় বন্দির পাথরের আঘাতে শাকিরুল্লাহ নিহত হন। বর্তমানে তার মরদেহ ওয়াঘা সীমান্তে পৌঁছেছে বলে জানিয়েছে জিও নিউজ।
শিয়ালকোটের এই বাসিন্দার মরদেহ প্রথমে রাজস্থানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়। পরে আনসার বার্নি ট্রাস্ট ও নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসকে জানিয়ে তার মরদেহ পাকিস্তানে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়।
শাকিরুল্লাহর ভাই গুলফাম এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, তার ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর তিনি ঘুমহীন রাত কাটিয়েছেন। মরদেহ ফেরত পেতে ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ করতে পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি। ভাইকে শেষ দেখার জন্য তার পরিবার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।