শনিবার, ০২ মার্চ, ২০১৯, ১০:১৩:৩৭

অভিনন্দনকে ফেরত দেওয়ার পরই ফের পাকিস্তানে হামলা ভারতের, দুই সেনাসহ নিহত ৪

অভিনন্দনকে ফেরত দেওয়ার পরই  ফের পাকিস্তানে হামলা ভারতের, দুই সেনাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আটক ভারতীয় যুদ্ধ বিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত দেওয়ার কিছুক্ষণ পরই ভারতীয় বাহিনীর গুলিতে কাশ্মীর সীমান্তে নিজেদের দুই সেনাসহ ৪ জন নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের দৈনিক পত্রিকা দ্য ডন এই খবর দিয়েছে।

শনিবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ভারতীয় বাহিনী কোনো কারণ ছাড়াই লাইন অব কন্ট্রোলে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় তাদের গুলিতে সেনা সদস্যের পাশাপাশি দু'জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কোটলি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত দুই সেনার নাম হাওলাদার আবদুর রব ও খুররম বলে জানিয়েছে আইএসপিআর।

ডনের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বাহিনীর হামলায় পর পাকিস্তানও পাল্টা গুলিবর্ষণ করেছে এবং সীমান্তে পাক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

এ দিকে ভারত দাবি করছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখায় শুক্রবার রাতভর গোলাগুলিতে রুবানা কসার (২৪) নামে এক মা এবং তার দুই শিশুসন্তান নিহত হয়েছে। নিহত দুই শিশুর বয়স পাঁচ বছর ও নয় মাস। পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে ওই মা ও তার শিশুরা নিহত হয়েছে বলে দাবি ভারতের।

গত আট দিন ধরে কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখায় প্রতিবেশী দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে