রবিবার, ০৩ মার্চ, ২০১৯, ০২:১৫:১১

ভারতের হানায় বড়সড় ক্ষতি, সব প্রশ্নের জবাব দিল মাসুদের ভাই

ভারতের হানায় বড়সড় ক্ষতি, সব প্রশ্নের জবাব দিল মাসুদের ভাই

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বায়ুসেনার হানায় জইশ-ই-মহম্মদের যে বড়সড় ক্ষতি হয়েছে, তা স্বীকার করে নিল জইশ প্রধান মাসুদ আজহারের নিজের ভাই মওলানা আম্মর। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি রেকর্ডিংয়ে মৌলানা আম্মরের এমনই স্বীকারোক্তির দাবি করেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক।

ওই ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় যে এমন একটি অডিও বার্তা ঘুরছে, যেটিতে মাসুদ আজহারের ছোট ভাইকে কিছু বক্তব্য রাখতে শোনা গিয়েছে। সেখানে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সে বলেছে, ভারত এমন একটি ইসলামিক কেন্দ্রে আঘাত হেনেছে, যেখানে শিক্ষার্থীরা জিহাদের পাঠ নিত। তারা কাশ্মীরের যাবতীয় যন্ত্রণাকে নিজের ভেবে কাশ্মীরের মুসলিমদের সাহায্যের জন্য জিহাদের শিক্ষা নিচ্ছিল। মাসুদের ভাই রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছে, আমাদের শত্রুরা আমাদের দেশে ঢুকে ইসলামিক কেন্দ্রের উপরে হামলা চালিয়ে সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। আমরা যাতে ভারতের বিরুদ্ধে জিহাদ শুরু করি, সেটাই ওরা নিশ্চিত করেছে। 

পাক সরকার এবং আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম পাক মাটিতে জইশের প্রশিক্ষণ কেন্দ্রে ভারতীয় বায়ুসেনার হানার সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছিল। মাসুদ আজহারের ভাইয়ের এই স্বীকারোক্তিই সম্ভবত সব প্রশ্নের জবাব দিয়ে দিল। অন্য একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, স্থানীয়রাই স্বীকার করেছে যে ভারতের বিমান হানার পরে অ্যাম্বুল্যান্সে তিরিশটিরও বেশি দেহ বালাকোটের ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে