রবিবার, ০৩ মার্চ, ২০১৯, ০৯:১৩:৩৯

পাকিস্তানি এফ-১৬ এর সামনে টিকছে না ভারতের শক্তিশালী মিগ-২১

পাকিস্তানি এফ-১৬ এর সামনে টিকছে না ভারতের শক্তিশালী মিগ-২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হাতে থাকা মিগ-২১ নাকি পাকিস্তানের হাতে থাকা এফ-১৬ কোনটি সেরা? গোটা বিশ্বে এই দুই বিমানই সেরা। এর মধ্যে পোল্যান্ডের কাছে এই দুই যুগান্তকারী বিমান রয়েছে। প্রকৃতপক্ষে একে অপরকে পাল্লা দেয়ার জন্য এই দুই বিমান তৈরি করা হয়নি। 

এই দুই বিমান তৈরি করা হয়েছে ভিন্ন ভিন্ন অবস্থার প্রেক্ষিতে। যার ফলে এই দুই বিমানের ব্যবহার একই রকম হয় না। মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ তৈরি করা হয়েছে মূলত অর্থ সাশ্রয়ী হওয়ার জন্য। তারপরও পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান মিগ টোয়েন্টি ওয়ান ভূপাতিত হয়।

এই বিমানে পাইলটের আসনে ছিলেন দেশটির পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ভূপাতিত হওয়ার আগ মুহূর্তে প্যারাস্যুটের সাহায্যে বিমান থেকে বেরিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু তার আগে ৪০ বছর আগের ভারতীয় যুদ্ধবিমান মিগ টোয়েন্টি ওয়ান থেকে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র চালিয়ে পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করেন।

কিন্তু শ্বাসরূদ্ধকর সেই পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলে নিয়েছিলেন। কিংবা রেডিওতে তার শেষ বার্তা কী ছিল। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের শেষ রেডিও বার্তা ছিল আর-৭৩ সিলেক্টেড। এই বার্তা পাঠানোর পরপরই তিনি পাক যুদ্ধবিমান লক্ষ্য করে ভিম্পেল আর-৭৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন।

পাকিস্তানি যুদ্ধবিমান এবং ভারতীয় সুপারসনিক বিমানের এই লড়াই চলে মাঝ আকাশে; যখন আকাশসীমা লঙ্ঘন করে কাশ্মীরের রাজৌরি সেক্টরের পশ্চিমের সুন্দরবানি এলাকার আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬ ঢুকে পড়ে। গত ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মাঝ আকাশের এই লড়াই শেষ হয় পাকিস্তানে অভিনন্দন বর্তমানের ধরা পড়ার মধ্য দিয়ে। বিমানে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগার পর প্যারাস্যুটে করে পাক অধিকৃত কাশ্মীরে নামেন তিনি। তার একদিন আগেই ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া অঞ্চলের বালাকোটে সন্ত্রাসী ঘাঁটিতে অভিযান পরিচালনা করে। 

ভারতের এই অভিযানের প্রতিশোধ নিতে পাকিস্তান যুদ্ধবিমান এফ-১৬, জেএফ-১৭ ও মিরেইজ-৫ অ্যাটাক জেট মোতায়েন করে। এসব বিমান থেকে কাশ্মীরের সীমান্তরেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

অভিনন্দন বর্তমান-সহ আরো ছয় পাইলটকে শ্রীনগর থেকে রাজৌরিতে মোতায়েন করা হয়েছিল। মিগ-২১, সুখোই-৩০ এমকেআই, মিরেইজ-২০০০ ও মিগ-২৯ যুদ্ধবিমানের এই পাইলটদের দায়িত্ব ছিল পাকিস্তানি যুদ্ধবিমানকে বাধা দেয়া এবং অনুপ্রবেশ ঠেকানো।

ভারতের অপর এক কর্মকর্তা বলেন, এ ধরনের লড়াইয়ে ক্ষেপণাস্ত্র আর-৭৩ সর্বোত্তম। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান থেকে গুলি চালিয়ে তৈরি মিগ-২১ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা বিশ্বে এই প্রথম।

এদিকে, ভারতীয় বিমান বাহিনী গুলি চালিয়ে পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি জানালেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ। তারা বলেছে, পাক যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করার দাবিটা সত্য নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে