রবিবার, ০৩ মার্চ, ২০১৯, ০৯:৫৫:৪৮

আল্লার দোয়াতে ভালোই রয়েছেন মাসুদ আজহার : জইশ

আল্লার দোয়াতে ভালোই রয়েছেন মাসুদ আজহার : জইশ

আন্তর্জাতিক ডেস্ক : আল্লার দোয়াতে ভালোই রয়েছেন জইশ-ই-মোহম্মদ প্রধান মাসুদ আজহার। দেশের একাধিক সংবাদমাধ্যমে রবিবার দাবি করে জানায় যে, পাকিস্তানের মাটিতে মৃত্যু হয়েছে মাসুদ আজহারের।

পুলওয়ামা হামলার কুচক্রী তথা ভারতের এই মুহূর্তের সবচেয়ে বড় মাথা ব্যথা - মাসুদ আজহারের মৃত্যু নিঃসন্দেহে ভারতের বড় স্বস্তির খবর। তবে কয়েক ঘণ্টা কাটতেই জইশ সংগঠন জানিয়ে দিল, মাসুদ আজহার মারা যায়নি। তিনি বেঁচে রয়েছে।

এদিন স্থানীয় কিছু ভারতীয় সংবাদমাধ্যম দাবি করে বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকে গুরুতর আহত হয় মাসুদ আজহার। পরে আহত অবস্থায় সে মারা গিয়েছে।

জল্পনা আরও বাড়ে কারণ কয়েকদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি নিজে স্বীকার করেন যে আজহার পাকিস্তানে রয়েছে। তবে খুব অসুস্থ। বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নেই। একেবারে শয্যাশায়ী। তার চিকিতসা চলছে।

তারপরই এদিন মাসুদ মারা গিয়েছে, সেই খবর বাজারে ছড়িয়ে পড়ে। আবার সোশ্যাল মিডিয়ায় অন্য দাবিও শোনা গিয়েছে। সেখানে বলা হয়, লিভারের ক্যানসারে আক্রান্ত হয়ে আজহার মারা গিয়েছে। #MasoodAzharDead এই হ্যাশট্যাগ দুপুরের পর থেকেই ভাইরাল হয়ে যায়। যদিও পাক জঙ্গি সংগঠন সেই খবর অস্বীকার করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে