সোমবার, ০৪ মার্চ, ২০১৯, ০১:৩৯:৫৮

ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করে প্রস্তাব!

ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করে প্রস্তাব!

ইসলামাবাদ: ভারত-পাকিস্তান সম্পর্কে চলতি টেনশন, উত্তাপের পারদ কমাতে ইমরান খানের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম মনোনীত করে প্রস্তাব পাকিস্তানের পার্লামেন্টে। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরি শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির সচিবালয়ে প্রস্তাবটি পেশ করেন। ইমরানের পাকিস্তানে ধরা পড়া ভারতীয় বিমান সেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়ে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দুদেশের সংঘাত প্রশমনে সাহায্য করেছে বলে দাবি করা হয়েছে প্রস্তাবে। 

বর্তমান উত্তেজনার আবহে ইমরান দায়িত্বশীল আচরণ করেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলেও সওয়াল করা হয়েছে তাতে। সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে প্রস্তাবটি আলোচনার জন্য উঠতে পারে। সভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারের প্রস্তাবটি পাশ হওয়া মোটামুটি নিশ্চিত। তবে বিরোধী দলগুলি তা সমর্থন করবে কিনা, সেটাই দেখার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে