সোমবার, ০৪ মার্চ, ২০১৯, ০৪:৪০:১৮

আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই : ইমরান খান

আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ‘শান্তির বার্তা’ দিয়ে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছেন ইমরান খান৷ তাই তাঁকে শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছিল৷ শুরু হয়েছিল অনলাইন পিটিশনে সই সংগ্রহের কাজও৷ 

নোবেল দেওয়ার দাবি খারিজ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী স্বয়ং৷ টুইট করে ইমরান খান জানালেন, ‘আমি শান্তি নোবেল পাওয়ার যোগ্য নই৷’

বেশ কয়েকদিন টানাপোড়েনের পর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান জানান ভারতের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে৷ শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি ওঠে৷ 

এর জন্য অনলাইন পিটিশনে সই সংগ্রহও শুরু হয়৷ টুইটার ট্রেন্ডে পরিণত হয় #NobelPrizeForImran৷ এর মাঝে সোমবার সকালে শান্তি নোবেল নিয়ে টুইট করেন পাক প্রধানমন্ত্রী৷ 

তিনি লেখেন, ‘আমি শান্তি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নই৷ যিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবেন এবং উপমহাদেশের উন্নয়ন ঘটাতে পারবেন, সেই ব্যক্তিই এই পুরস্কার পাওয়ার যোগ্য।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে