সোমবার, ০৪ মার্চ, ২০১৯, ০৫:৫৩:৫৭

নির্বাচনের আগে মুসলিমদের আলাদা করে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদি

নির্বাচনের আগে মুসলিমদের আলাদা করে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদি

জাতীয় নির্বাচন সামনে রেখে বিজেপি নেতাদের মুখে এখন চলছে জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিহার রাজ্যের পাটনায় রবিবারের সভা সে অর্থে খানিকটা আলাদা। এখানে মুসলমানদেরও আলাদা করে বার্তা দিলেন মোদি। 

মোদি হজযাত্রার প্রসঙ্গ টেনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক ভারত সফরের কথা উল্লেখ করেন। হজযাত্রায় ভারতের কোটা বাড়িয়ে ২ লক্ষ করা ও সৌদি আরবে বন্দি ৮৫০ জন ভারতীয়ের মুক্তির কথা বিশেষ জোর দিয়ে তুলে ধরেন মোদি।

মোদির দাবি, তার অনুরোধেই এবার ভারত থেকে হজ যাত্রীর কোটা বাড়িয়েছেন সৌদি যুবরাজ। ভারতের মুসলমানদের আর্থিক উন্নতির কথা তুলে ধরে মোদি বলেন, ‘ ভারতে দারিদ্র সীমারেখা পার করছেন অনেক মানুষ। সে কারণেই হজে যেতে চাইলেও অনেকে পারছেন না। তাই হজের কোটা বাড়াতে অনুরোধ করেছিলাম।’

ভারতই প্রথম দেশ, যেখান থেকে এত লোককে হজযাত্রার অনুমতি দিয়েছে সৌদি আরব। সৌদির জেল থেকে ভারতীয়দের ছাড়ানোর বিষয়টিও পাটনার সভায় সবিস্তার তুলে ধরেন মোদি। বিহারের সিওয়ান-সহ বেশ কয়েকটি জেলা থেকে সে দেশে কাজ করতে গিয়ে আইন কানুন না-জানার কারণে অনেকে নানা অপরাধে অভিযুক্ত হন। 

তাদের বেশির ভাগই মুসলমান। বন্দি পরিবারের লোকেরা বারবার সরকারের কাছে আপনজনের মুক্তির দাবি জানিয়ে আসছেন। সৌদি যুবরাজের কাছে সেই প্রস্তাব দিয়েছিল ভারত। এ বারের সফরে সেই প্রস্তাবে সায় দিয়ে ৮৫০ জনকে মুক্তি দেয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এদের অনেকেই বিহারের। সভায় সেই প্রসঙ্গও তোলেন মোদি। 

বিহারের মুসলমান ভোটকে কিছুটা হলেও টানতে চান নীতীশ-রামবিলাস। এটা স্পষ্ট, তাদের সাহায্য করতেই মোদির মুখে তাই হজ ও বন্দিমুক্তির প্রসঙ্গ। বলে রাখা ভালো নীতীশ-রামবিলাস এবার মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের সাথে লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে