সোমবার, ০৪ মার্চ, ২০১৯, ০৬:২৯:১৮

ভারতে মিসাইল হামলা নিয়ে পাকিস্তানের খবর 'ভিত্তিহীন': চীন

ভারতে মিসাইল হামলা নিয়ে পাকিস্তানের খবর 'ভিত্তিহীন': চীন

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন সংঘর্ষে ১৫৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার ভুয়া খবর উড়িয়ে দিয়েছে বেইজিং। পাকিস্তানের এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে চীন। সম্প্রতি আগেই ভারত ও চীনকে নিয়ে এই ভুয়া খবর প্রচার করেছিল পাকিস্তানের দুনিয়া নিউজ। 

আর তার পরের দিনই সেই খবরকে অস্বীকার করেছে চীনের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘পিপলস ডেলি অনলাইন’। পাকিস্তানের সংবাদমাধ্যমের এই ধরনের প্রচারকে ‘জঘন্য প্রোপাগান্ডা’ বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডোকলাম ইস্যুতে ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে ভারত-চীনের মধ্যে। উত্তেজনা এমন জায়গায় পৌঁছে গেছে যে দুই দেশ সীমান্তের দু'পাশে সেনা মোতায়েন করে রেখেছে। বারবার চীনের হুঁশিয়ারিতে বাড়ছে টেনশন। আর এরই মধ্যে ভারতে হামলার ভুয়া নিউজ করে উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম। 

পাকিস্তানের ওই সংবাদমাধ্যমের ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দাবি করা হচ্ছে, ভারত-চীন সীমান্তের উপার থেকে অর্থাৎ চীন ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে নাকি মিসাইল অ্যাটাক করেছে। এই হামলায় ১৫৮ জন ভারতীয় সেনা শহিদ হয়েছে বলেও দাবি করা হয়েছে। শুধু তাই নয়, চীনের এই অতর্কিত হামলায় গুরুতর আহত বহু ভারতীয় সেনা। এছাড়াও দাবি করা হয়, চীনের এই হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ভারতীয় সেনা শিবিরে।

অন্যদিকে সীমান্ত নিয়ে অশান্তির মাঝেই যুদ্ধের ইঙ্গিত দিয়ে তিব্বতে সেনা সাজিয়েছে বেইজিং। একদিকে যখন ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে অশান্তি চলছে, তার মাঝেই প্রচুর যুদ্ধাস্ত্র নিয়ে তিব্বতে লাইভ-ফায়ার এক্সারসাইজ করেছেল চীনা আর্মি। 

দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বতে এই মহড়া হয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম China Central Television। তবে ঠিক কবে বা কখন এই মহড়া হয়েছে তা জানা যায়নি। তবে একটি ফুটেজ দেখিয়ে বলা হয়েছে, চীনা আর্মির তিব্বত মিলিটারি কমান্ড এই মহড়া চালিয়েছে। এটি চীনের অন্যতম মাউন্টেন ব্রিগেড। এই তিব্বত কমান্ডই ভারত-চীন সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (LAC) দায়িত্বে রয়েছে।

পাকিস্তানের এই মিডিয়াতে দাবি করা হয়েছে, এই মহড়া থেকেই নাকি ভারতীয় সেনা ছাউনিতে মিসাইল হামলা করেছে চীনা সেনাবাহিনী। পাক মিডিয়াতে প্রকাশিত খবরে বলা হয়েছে, একদিকে যখন ভারতীয় সেনার হামলায় চার পাকিস্তানি সেনার মৃত্যু হওয়ার পর ডিজিএমও লেভেলে আলোচনা চলছে, ঠিক তখনই কার্যত প্রতিশোধ নিতেই চীনা সেনা এই হামলা চালিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে