সোমবার, ০৪ মার্চ, ২০১৯, ০৬:৩৩:৩৯

পাকিস্তানকে বয়কট করার মতো ক্ষমতা আইসিসি'র নেই

পাকিস্তানকে বয়কট করার মতো ক্ষমতা আইসিসি'র নেই

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটমঞ্চে কোণঠাসা করতে আইসিসিকে কড়া চিঠি লেখে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বাইশ গজেও পাকিস্তানকে এক ঘরে করার ভারতের দাবিতে সায় দেয়নি আইসিসি। 

কোন দেশকে বহিষ্কার করার মতো ক্ষমতা তাদের নেই বলে পরিষ্কার জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ভারতীয় বোর্ডের সেই আর্জি চিঠি নিয়েই এবার সিদ্ধান্ত নিল আইসিসি৷ 

সংস্থাটি জানিয়ে দিল, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বর্তমান ভারত-পাকিস্তানের গনগনে সম্পর্কের মাঝে ঢুকতে নারাজ৷ বিশ্বকাপে পাকিস্তানকে একঘরে করার আর্জি নাকচ করেছে আইসিসি৷

সেই সঙ্গে আইসিসির স্পষ্ট ইঙ্গিত বিশ্বমঞ্চে কোনও দেশকে বয়কট করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অন্য দেশের সরকারের উপর নিয়ন্ত্রাধীন। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সম্পূর্ণ কূটনৈতিক কোনও কারণের ভিত্তিতে অ্যাসোসিয়েট কোনও দেশকে ক্রিকেট থেকে বয়কট করার ক্ষমতা তাদের হাতে নেই বলেই জানিয়েছে আইসিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে